সারপুকুরইউনিয়নেরইতিহাস
বাংলাদেশের লালমনিরহাট জেলার উপজেলাধীন লালমনিরহাট-পাটগ্রাম মহা সড়কসংল্গ সাপ্টিবাড়ী হইতে মাত্র তিন কি.মি উত্তরে সারপুকুর ইউনিয়নটি অবস্থিত। আদিতমারী উপজেলার হইতে প্রায় ০৪কিঃমিঃপূর্বদিকে এই ইউনিয়নটি অবস্থিত। অত্র ইউনিয়নের দক্ষিনে-সাপ্টিবাড়ী, উত্তরেভেলাবাড়ী, পূর্বে পশ্চিম দৈলজোড়, এবং পশ্চিমে আদিতমারী ।কাল পরিক্রমায় আজ সারপুকুর ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহবিভিন্ন ক্ষেত্রেতার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।
ক) নাম– ৪নংসারপুকুরইউনিয়নপরিষদ।
খ) আয়তন– ১৭.২৫.০০বর্গকিঃমিঃ(প্রায়)
গ) লোকসংখ্যা– ৫০,৪৪৭ জন(প্রায়) (১৮-১১-২০২১খ্রিৰ সালের জন্মনিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা– ০৯ টি।
ঙ) মৌজার সংখ্যা– ১০টি।
চ) হাট/বাজারসংখ্যা-১টি।
ছ) উপজেলা থেকেযোগাযোগমাধ্যম– অটো রিকসা/রিক্সা।
জ) শিক্ষারহার– ৯০% (২০১৫ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ০৯টি,
জতীয়করণকৃত প্রাঃ বিদ্যালয়- ১৪টি,
উচ্চ বিদ্যালয়ঃ০৪টি,
মাদ্রাসা- ০৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মোঃ আজিজুল ইসলাম প্রধান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ১টি।
ট) ইউপি ভবন স্থাপনকাল–২০০৫ইং
মোঃ মমিনুর ইসলাম |
মোঃ আবু হাসান |
পোর্টালএর তথ্যটির বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য জানাতে পারেন যাপোর্টালকে আরো তথ্যসমৃদ্ধ করবে।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)