সংযুক্ত ফাইলে ভিজিডি কর্মসূচির তালিকা প্রদান করা হল
ভিজিএফ/ভিজিডি কার্ড করার নিয়মাবলী |
ভিজিডি কার্ড করতে প্র্রয়োজনীয় বিষয় ১. ইউ পি ওয়ার্ড কমিটি ব্যাপক প্রচার - প্রচারনার মাধ্যমে নির্ধারিত একদিন স্ব-ওয়ার্ডের সকল মহিলাকে জড়ো করবে । ২. ঐ দিন যদি অন্তত ৫০০ মহিলা জড়ো হয় প্রত্যেকের সাক্ষাতকার নিতে হবে, নির্ধারিত ফরমে তাদের ঠিকানাসহ বিস্তারিত লিখবে। ৩. সে ৫০০ জন থেকে ঐ ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত মহিলা ওয়ার্ড কমিটি বাছাই করবেন। ৪. বাছাই করে ইউনিয়ন ভিজিডি কমিটির নিকট প্রেরণ করবে। ৫. ইউপি ভিজিডি কমিটি চুডান্ত অনুমোদন দিবে। ৬. দুঃস্থ নারী, স্বামী পরিক্ত্যাতা, বিধবা, পঙ্গু স্বামী এধরনের নারীরা এতে অগ্রাধিকার পাবে । ৭. ১৫ ডেসিমেলের কম জমি যদি হয়। ৮. ভিজিডি সুবিধা পাবে শুধু মহিলারা। ওয়ার্ড কমিটির বিবরনঃ- ১. সভাপতি------- ওয়ার্ড মেম্বার ২. সদস্য--------- মহিলা মেম্বার ৩. সদস্য--------- এন,জি,ও কর্মী ৪. সদস্য--------- শিক্ষক ৫. সদস্য--------- গন্যমান্য একজন বি : দ্র : শেষোক্ত ৩ জন সদস্য মেম্বার নিবাচন করবেন। ১. ইউ পি ওয়ার্ড কমিটি ব্যাপক প্রচার - প্রচারনার মাধ্যমে নির্ধারিত একদিন স্ব-ওয়ার্ডের সকল মহিলাকে জড়ো করবে । ভিজিএফ ও ভিজিডি উভয় কার্ড করার নিয়ম প্রায় একই। তবে ভিজিএফ কার্ড নারী-পুরুষ উভয়ের জন্য বিবেচ্য। কিন্তু ভিজিডি কার্ড শুধু নারীদের জন্য বিবেচ্য। ভিজিডি কার্ড করার নিয়মাবলীঃ-
|
ছবি
সংযুক্তি