Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী প্রয়োজনে যোগাযোগ

জরুরী যোগাযোগের জন্য

প্রথমে লালমনিরহাট জেলা শহর হতে সাপ্টিবাড়ী তারপর টিপার বাজার আসলে ইউপি ভবন এই ভবনের পাশে ইউপি স্বাস্থ্র কেন্ত্র

জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন

4aa2ca215d50122d8a8d8b0275c7f37c

মোঃ হুমায়ুন কবির

ইউপি চেয়ারম্যান

ওয়ার্ড নং :1-9


মোবাইল : 01717672672

ফোন (অফিস) : 0

ইমেইল : humayunkabir2022@gmail.com

ফ্যাক্স :

নিজ জেলা : লালমনিরহাট

স্থায়ী ঠিকানা : গ্রামঃ সরল খাঁ, ডাকঘরঃ সারপুকুর-5510, উপজেলাঃ আদিতমারী, জেলাঃ লালমনিরহাট।

সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা : বিএসসি/বিএ/বিকম/বিএসএস/সমমান

গ্রাম পুলিশ

 

ছবি

নাম

পদবী

শাখা/জেলা/উপজেলা/ইউনিয়ন

ফোন (অফিস)

মোবাইল নং

মোঃ রইচ উদ্দিন

মহল্লাদার

ওয়ার্ড নং 1

 

01995485128

মোঃ মিজানুর রহমান

মহল্লাদার

ওয়ার্ড নং ০২

 

01717682328

মোঃ রফিকুল ইসলাম

মহল্লাদার

ওয়ার্ড নং 3

 

01744969101

রমেন চন্দ্র রায়

মহল্লদার

ওয়ার্ড নং 4

 

01732154822

অতুল চন্দ্র রায়

মহল্লদার

ওয়ার্ড নং 5

 

01734998773

মুকুল চন্দ্র রায়

মহল্লদার

ওয়ার্ড নং 6

 

01741799562

যামিনী কান্ত রায়

মহল্লদার

ওয়ার্ড নং 7

 

01775516943

মোঃ জাহাঙ্গীর আলম

মহল্লদার

ওয়ার্ড নং 8

 

01723061837

মোঃ আশরাফুল হক

মহল্লদার

ওয়ার্ড নং 9

 

01710425471

 

 

 

মোবাইল ফোনের মাধ্যমে নাগরিকগণ এখন সরকারী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারছেন। সেজন্য বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে (মোট ৪৮২টি হাসপাতাল)

একটি করে মোবাইল ফোন দেয়া হয়েছে। আপনিও এই সেবা গ্রহণ করতে পারেন। এসব মোবাইল ফোনের নম্বর স্থানীয় পর্যায়ে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ক্লিক করলে আপনি নম্বরগুলোর তালিকা পাবেন। ২৪ ঘন্টা ব্যাপী কোন না কোন চিকিৎসক এই মোবাইল ফোনের কল রিসিভ করেন। স্থানীয় জনগণ এসব মোবাইল ফোনে ফোন করে হাসপাতালে না এসেই বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারেন।

এই সেবা চালুর ফলে গ্রাম বা প্রত্যন্ত এলাকায় বসবাসরত ধনী-গরীব সকলের জন্যই বিনামূল্যে সরকারী চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। নিঝুম রাতে, জরুরী প্রয়োজনে বা পথের দুরত্বের কারণে চিকিৎসা পরামর্শ পেতে আর দেরী করার প্রয়োজন নেই। হাতুড়ে চিকিৎসকের দ্বারস্থ হয়ে ভুল বা অপচিকিৎসার ঝুঁকি নেবারও প্রয়োজন নেই। যে চিকিৎসা বাড়িতে বসেই সম্ভব তার জন্য হাসপাতালে আসার প্রয়োজন নেই। যে চিকিৎসা গ্রামের কমিউনিটি ক্লিনিকেই সম্ভব তার জন্য উপজেলা বা জেলা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। আবার যে রোগটি জটিল এবং আশু চিকিৎসা প্রয়োজন তার জন্য অযথা এখানে সেখানে ঘোরাঘুরিতে সময় নষ্ট না করে বড় হাসপাতালে যাওয়ার পরামর্শটিও পাওয়া সম্ভব একটি মাত্র ফোন কল করেই। ব্যস্ত মানুষেরাও রোগের শুরুতেই পরামর্শ নিতে পারেন চিকিৎসকের। এর ফলে রোগ জটিল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়।

দেশের সরকারী হাসপাতালগুলোর বহির্বিভাগে বহু রোগী আসে। সীমিত জনবল এবং ঔষধপত্র দিয়ে সব সময় মানসম্পন্ন সেবা প্রদানের কাজটি তাই কঠিনই বটে। মোবাইল ফোন স্বাস্থ্য সেবার ব্যাপক প্রচার হলে অনেক রোগী ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নেবেন। ফলে হাসপাতালগুলোর উপর চাপ কমবে। তখন সীমিত জনবল ও সম্পদ দিয়েই আগত রোগীদের ভালো চিকিৎসা দেয়া সম্ভব হবে। রোগীদের সন্তুষ্টিও বৃদ্ধি পাবে। মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা কমিউনিটি ক্লিনিকেও সম্প্রসারণ করা হবে।